• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

ধর্ম

ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শবে বরাত পালিত

  • ''
  • প্রকাশিত ২৫ ফেব্রুয়ারি ২০২৪

পবিত্র শবে বরাততের রাতকে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফে মিন শাবান বা মধ্য শাবানের রজনীও বলা হয়। মূলত আরবি
শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলে গণ্য করা হয়। আজ রবিবার দেশজুড়ে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা এবং
ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত শবে বরাত।

অনেকের কা ছেই এ রাত ভাগ্য রজনী হিসেবেও বিবেচিত হয়। তাই মসজিদগুলোতে মহান আল্লাহর নৈকট্য লাভ ও ক্ষমার আশায়
ঢল নেমেছে বিভিন্ন বয়সী মানুষের। কোরআন তেলাওয়াত, নফল ইবাদত-বন্দেগি, জিকির, দোয়া-মোনাজাত করে সময় পার
করছেন তারা।

রাজধানীর বিভিন্ন এলাকার মসজিদ ঘুরে দেখা যায়, প্রায় মসজিদেই মুসল্লিদের উপস্থিতিতে চলছে নামাজ আদায় ও দোয়া। মূলত
মাগরিবের নামাজ আদায় থেকে শুরু করেই মসজিদগুলোতে ধীরে ধীরে আসতে শুরু করেন মানুষজন। শবে বরাতকে কেন্দ্র করে
তৈরি হয়েছে অন্যরকম ধর্মীয় এক আমেজের। শিশু, মধ্য বয়স্ক, বয়স্কসহ সব বয়সী মানুষের উপস্থিতিতে মসজিদগুলোতে তৈরি
হয়েছে উৎসবের আমেজ।

মসজিদগুলোতে দেখা যায়, কেউ বসে কোরআন তেলাওয়াত করছেন, কেউ আদায় করছেন নফল নামাজ, কেউবা করছেন জিকির
আবার কেউ মোনাজাতে আল্লাহর কাছে প্রার্থনা করছেন। এর বাইরেও বিভিন্ন সড়ক এবং মহল্লার গলিতেও পায়জামা-পাঞ্জাবি
পরিহিত তরুণ ও শিশুদের সরব উপস্থিতি দেখা গেছে। এ ছাড়া মসজিদগুলো তে চলছে ইসলামের নানা বিষয় নিয়ে বয়ান। এছাড়া
বিভিন্ন কবরস্থানেও মুসলমানদের ভিড় দেখা যায়।

জানা যায়, রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ‘আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনে করণীয়’ শীর্ষক ওয়াজ করবেন ঢাকার
বাদামতলীর শাহাজাদ লেন জামে মসজিদের খতিব শায়খুল হাদিস মুফতি নজরুল ইসলাম কাসেমী। আর রাত ৩টা ১৫ মিনিটে
নফল নামাজের গুরুত্ব ও ফজিলত’ শীর্ষক ওয়াজ করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো.
মিজানুর রহমান।

সবশেষ আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ভোর সাড়ে ৫টায়। মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম
জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিজানুর রহমান। পবিত্র শবে বরাত উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো.
সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষ্যে সোমবার (২৬ ফেব্রুয়ারি) সরকারি ছুটি থাকবে।

/মামুন

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads